কপালে লেগেছে দুর্ভিক্ষের দাগ
- আতাউল হাকিম আরিফ
স্তুপীকৃত জঞ্জাল, রক্তগন্ধবহ সময়ের বিষণ্ন ছায়ায়
ধেয়ে আসছে বজ্রপেশী কালো মেঘ..
আদি ও অনাদীকালের চৈতন্যে দুঃখভরা খড়ের উঠোন আমার!
নিজেকে সংশয় মুক্ত রাখার বদৌলতে মনে হয়
শরীরের তাবৎ মাংস, মজ্জা পোড়ে যাচ্ছে।
অনাবিত্তের গ্লানি, জীবনচর্চার ধারালো পথ
সত্ত্বার গভীরে ক্ষুধার অভিশাপ মুছে ফেলার তীব্র প্রতিক্ষা....
সম্মুখে বিশাল শকুনের মাঠ, দুঃস্বপ্নের চরাচর!
কপালে লেগেছে দুর্ভিক্ষের দাগ,
পরিত্রাণ পেতে প্রতিবিধানের পিছু হাঁটি,
অলগর্ল হাঁটতে থাকি।