- সখি, প্রেমে পড়লে বলতো কেমন লাগে?
- নাক ফুটালে যেমন মধুর লাগে।
- আমারও হচ্ছে তেমনি অনুভূতি।
- হায় হায়, কে করলো তোর এত্ত বড় ক্ষতি?
- কেমনে বলব? আমি কি তাকে চিনি?
সে যে আমায় ডাকলো বিদেশিনী।
- করেছিস কি? ওলো ও মুখপূড়ি?
- এখন সই বলনা কি যে করি?
- করবি কি আর, গলায় কলসি বেঁধে ডুবে মর।
-পরদেশী কি শুধুই থাকে পর?
- তাকে এবার কোথায় পাবি শুনিঃ
- এমন করে কখনো ভাবিনি!