একমুঠো মাটি

একমুঠো মাটি

- মোঃ আবু তালেব

চুলে ধরেছে পাক, বয়স বেড়ে চলেছে হাঁটি হাঁটি;
চোখে কম দেখা শুরুঃ কোন কিছুই নাই আর পরিপাটি।
ওহে পুরবাসী, আমি মরলে আমার কবরে দিও-
বেশ্যার ঘরের দরজার সামনের একমুঠো মাটি।