একটি জীবন্ত কবিতার মতো

একটি জীবন্ত কবিতার মতো

- আতাউল হাকিম আরিফ

একটি জীবন্ত কবিতার মতো
আতাউল হাকিম আরিফ

তোমার কল্পিত অবয়ব থেকে
আমার মস্তিষ্কে জেগে উঠা নিঃসৃত শব্দমালা
প্রেম ও শিল্পের সমন্বিত মূর্চ্ছনায়
নীলপাখি হয়ে দূরান্তে ছুটে যায়।

তোমার মৃন্ময়ী যৌবন স্পন্দন
পৃথিবীর উষ্ণতা, বারুদগন্ধ ও দন্দ্বের
স্রোতপ্রবাহকে ততদূর হেলে দিয়ে
হঠাৎ বৃষ্টির মতোই আচ্ছাদিত করে দেহমন।

হৃদয়ে অনুরণিত বিস্মরণ কিংবা
মনুমেন্টের নিচে দাঁড়িয়ে যখন স্বপ্ন আঁকি
বৈকুন্ঠ উদাসী হয়ে
একটি জীবন্ত কবিতার মতো
আমার সম্মুখে দাঁড়িয়ে আছো শুধুই তুমি।