উপদেশ

উপদেশ

- মোঃ আবু তালেব

হাসির যাদুতে ফেঁসোনা বন্ধু ভুলোনা রূপের মায়াজালে।
চোখের নেশাই শ্রেষ্ঠ নেশা, মুখের কথাও মধু ঢালে।
সময় হলেই হারাবে এসব, হারাবে না যা তাই দেখে:
খুঁজে নিও মনের মানুষ - পস্তাবে ন'য় শেষ কালে।