আলোর সাইরেন
- আতাউল হাকিম আরিফ
ভাত গন্ধ, শরীরের রক্ত, ঘাম, স্পন্দন এবং মাটির মগ্নতায়
চিত্রিত দৃশ্যপট প্রায়শ; বর্ণের বিচ্ছুরণ ঘটিয়ে জাগিয়ে তোলে আপন সত্তা
তবুও আমার উজ্জ্বল স্বপ্নগুলো সপে দিলাম একটি উড়ন্ত পাখির ডানায়
ভোরের স্তব্ধতা ডিঙ্গিয়ে ব্যাপ্ত নক্ষত্রের সুবিশাল তরঙ্গে ঈশ্বরের খোঁজে.….
এই অধম- নারকীয় অন্ধকার সইবনা, বুকে বাজুক আলোর সাইরেন।