আমার বিশ্বাস
- মোঃ আবু তালেব
হে আল্লাহ, তোমার দ্বিতীয়
আর কেহ নাই।
তোমার প্রেরিত রাসুল মোহাম্মদ-
বিশ্বাস করি তায়।
যে দ্বীন তোমার মনোনিত,
সেই দ্বীনেতেই আছি রত।
তোমার-ই নিকট করি সমর্পণ-
তোমার এ আমায়।।
হে আল্লাহ, তোমার দ্বিতীয়
আর কেহ নাই।
বিশ্বাস করি কেয়ামতে,
হাসর-মিজান-পুলসিরাত-এ।
বেহেশত-দোযখ রেখেছ প্রস্তুত-
দানিতে বান্দায়।।
হে আল্লাহ, তোমার দ্বিতীয়
আর কেহ নাই।
যা দেখি আর যা না দেখি,
সকল কিছুই তোমার সৃষ্টি।
তোমার অধীনের বাহিরে আর
কোন কিছু নাই।।
হে আল্লাহ, তোমার দ্বিতীয়
আর কেহ নাই।