আজকে আমি সত্য বলব

আজকে আমি সত্য বলব

- মোঃ আবু তালেব

আজকে আমি সত্য বলব তাই করেছি শারাব পান;
আমার চেয়ে নাই পাপী আর 'দুনিয়া-আখের' দোজাহান;
তবুও জানি পাবো আমি জান্নাতুল ফেরদাউস-
তওবা আমার করবে কবুল আল্লাহ-রহিম-রহমান।