আজও অপেক্ষায়

আজও অপেক্ষায়

- মোঃ সুজেল আহমেদ

সেই কবে হেরেগেছে দিনগুলো, আর ফেরে নি
হাসি - খুশি আর ভালোবাসার গল্প একসাথে করতাম।
তখন থেকেই দেখে আসছি তোমাকে !
ভালোবাসার মৃদু ধ্বনি বেজেছিল মনে;
তোমার দিকে তাকিয়ে তাকিয়ে চলে গেলো সময় --
অপেক্ষা ছিল শুধু তোমার বলার ...
তুমি তো কিছু বলো নি !
আজ এই ক্ষণে অস্থির মনের নিরব গল্পে
তোমার নাম অবিরত মনে আসে,
কিন্তু আমার মুখে বাক্যটা আসে না -
যে ‘আমি তোমায় ভালোবাসি’ !
শুধু শুধু কল্পনা করে বেড়াই আর ছবি আঁকি।
ভরে গেছে মনের ডায়রিটা, তোমার নামের কবিতায়;
দিনের পর দিন একই অনুভূতি কাজ করে।
তোমার দিকে কখন তাকিয়ে বলবো - ভালোবাসার কথা!
যদি তুমি না করে দাও,অবহেলা করো;
তাই খোলা আকাশের নিচে বসে ,
ভালোবাসার কবিতা লিখে তোমার -
অপেক্ষায় আছি আর থাকবো চিরকাল।।