অমরত্বের স্বপ্নে বিভোর

অমরত্বের স্বপ্নে বিভোর

- মোঃ আবু তালেব

বিন্দু জলের আমি-ই আজ সিন্ধু জয়ের স্বপ্ন দেখি।
অমরত্বের স্বপ্নে বিভোর- চতুষ্পদি কাব্য লিখি।
দুপদির আর হায়াৎ কত? হয়তো কেবল আর ক'টা দিন-
হাজার বছর পরেও পাঠক এই কবিতা পড়বে ঠিকই।