অবিলাষ

অবিলাষ

- মোঃ আবু তালেব

চাইনা হতে প্রথম আমি, চাইনা হতে বিশ্বসেরা;
চাইনা হতে জনপ্রিয়-লাল গালিচা-ফুলের তোড়া।
মনের ক্ষুধা মিটানোর তরে সারা জীবন করব তপ -
হাসসান ইবনে সাবিত হব কিংবা গগন হরকরা!