অবিন্যস্ত জলোচ্ছ্বাস

অবিন্যস্ত জলোচ্ছ্বাস

- আতাউল হাকিম আরিফ

প্রকৃতি আজ অষ্টাদশীর রূপের
মতো নির্লজ্জ, প্রবলবেগে সঞ্চারিত!
মনের ভেতর বৃষ্টির ঘণ্টা বাজে
বৃষ্টির ভেতর প্রণয়ের গন্ধ ভাসে...

মনোসংগমে আঁধার কাটে
মধাহ্নেও ছিন্নভিন্ন মেঘমালায়
স্ফুরিত হয় যৌবনপোড়া অসুখ!

মৃত্তিকার সুডোল বুক ডেকে আনে
প্রৌঢ়তার চৌম্বকে অবিন্যস্ত জলোচ্ছ্বাস!