অপেক্ষার শেষদিন-২
- মোঃ আবু তালেব
যেদিন আকাশ বিদীর্ণ হবে,
তুলার মতো উড়বে তাজিন ডং-কারাকোরাম-হিমালয়
সাহারা-থর-প্রশান্ত মহাসাগর মিলে মিশে একাকার!
নিশ্চিহ্ন হয়ে যাবে পতিতালয় থেকে সব উপসনালয়!
অতঃপর তোমার সে মহাহুঙ্কার!!!
মাটি হতে অস্থিরা একত্রিত হবে-উঠবো জিইয়ে যেদিন-
এক ঝলক দেখে তোমায় জ্ঞান হারাবো-
জেনো হে বন্ধু সেদিন-ই ফুরোবে আমার অপেক্ষার শেষদিন!