অপেক্ষার শেষদিন-১

অপেক্ষার শেষদিন-১

- মোঃ আবু তালেব

যেদিন শীত ফুরিয়ে যাবে-এক পশলা বৃষ্টি হবে
পত্র ঝরা বিটপীগুলি ভরে যাবে কচি কচি সবুজ পাতায়
শিমুলের ডালে কুকিলের গানে আমার ঘুম ভেঙে যাবে
বাসন্তি রঙ শাড়ি পড়ে, তাজা ফুলের তোড়া মাথায়
ঘর হতে একযুগে রাস্তায় বের হবে তরুণীরা যেদিন-
সেদিন-ই জেনো হে প্রিয়তমা ফুরোবে আমার অপেক্ষার শেষদিন।