অনুপ্রাস লিখার অপচেষ্টা
- মোঃ আবু তালেব
মাধব-যাদব-ভূপাল-গোপাল
সখা -গোপী মনহারী।
মথুরাপতি-পার্থ-সারথী
শ্যামল শিখি-পাখা-ধারী।
রাঙ্গা তরঙ্গে - রঙিলা ভ্রভঙ্গে
মেখেছে রঙ দেখ - কাজল অঙ্গে।
নীল কপোতসম - ও রাঙা চরণ -
মুরারী কাননচারী। ।
যোগী-মুনি-ঋষি-নর, সকলের চিতচোর
সকলেই চায় তারে - রাধিকার সমহারে -
প্রেম-ডোরে বাঁধিতে হে ......
বঙ্কিম ঠামে - শ্রীকৃষ্ণ নামে
এসেছে বনচারী - দেখ ব্রজধামে।
নব নব নবতম - নাচে নিরুপম
কানাই গোঠ বিহারী।।