অজস্র মৃত্যুর বেদনায় স্তব্ধ হয়ে যায়
- আতাউল হাকিম আরিফ
প্যালেস্টাইনের বিধ্বস্ত প্রাচীর, বিকারগ্রস্ত সময়ের অভিশাপ
নিঃশব্দ পর্বতের মতোই অবিরত কান্নার শব্দ ভেসে আসে,
হৃদয়ে প্রতিধ্বনিত হয় আল আকসা হারানোর বেদনা!
আর কত? ইতোমধ্যে ঝরে পড়েছে হাজারো প্রাণ, অনেকদূর বিস্তৃত হয়েছে রক্তের পথরেখা....
এইবার জেগে উঠুক প্যালেস্টাইন, পবিত্র সত্ত্বার
ঝরো হাওয়ায় লণ্ডভণ্ড হোক সীমারের রাজত্ব।
শহীদের রক্ত আমাদের-ই চেতনার রঙ,
কফিনে ঢাকা ওদের মুখ উজ্জ্বল, প্রদীপ্ত পৃথিবীব মুক্তির নিরব শ্লোগান!
আমাদেরও হৃদস্পন্দন বেড়ে যায়, অজস্র মৃত্যুর বেদনায় স্তব্ধ হয়ে যায়,
হৃদয় ছুটে চলে প্যালেস্টাইনের লাঞ্চিত মানুষের পাশে!