সীমান্তের স্রোত

সীমান্তের স্রোত

- মোঃ আবু তালেব

কাঁটাতারে ঝরে রক্তের আহ্বান,
বন্দুকের নলে শেষ হয় সপ্নের প্রাণ।
নিরীহ মানুষ কেন দেবে এই মূল্য?
অন্যায়ের কাছে কেন হারাবে সত্যের পূর্ণতা?

শত সংগ্রামে জেগে উঠবে একদিন,
সীমান্তে শেষ হবে রক্তের ইতিহাসের দিন।

Blood calls out through the barbed wire,
Dreams are ended in the barrel of a gun.
Why should innocent lives pay this price?
Why should truth lose its fullness to injustice?

In countless struggles, one day we will rise,
And the history of bloodshed at the border will end.