সত্যি কইতাছি, জরিনাা

সত্যি কইতাছি, জরিনা

- যুবক অনার্য

পুতুল খেলার দিনশেষে আমার লগে তুমি খেলসিলা কানামাছি
সেই কথা, জরিনা, তোমার কি মনে আছে?
খেলা শেষ না হইতেই তুমি ছুইটা যাইতা নয়া মাঠের কিনারে
তোমার কী দোষ কও
দ্যাশটার মইধ্যে বেবাক মানুষই নয়া ময়দান খুঁইজা পেরেশান
মঞ্চে উইঠা বেবাক মানুষ নীতি কথা কয়
আর নাইমা গেলেই মঞ্চ ভুইলা যায়
এক খেলা শেষ না কইরা শুরু করে অন্য খেলা
এইসব পেচাল বাদ দেও
তোমার কি মনে পড়ে-
কইসিলা- আসমান আন্ধার কইরা জোসনা নামলে তোমার মনে হইতো আমি তোমার আসমান
আর তুমি আমার জোসনার আন্ধাইরা বাতি
তারপর,তারপর ক্যামনে ক্যামনে সবকিছু
বদলায়া গেলো
আমি চইলা আসলাম ঢাকার শহর
আজিব এই শহরে আমার চাইল চুলা নাই
তবু চাইল চুলাহীন এই শহর ছাড়া আমার অন্য কোনো উপায় নাই
একদিন শুনলাম তুমি চৌধুরী সাবের বউমা হইসো
শহরেই থাকো
তোমার বাড়ি খুঁইজা পাইতে কুনু সমস্যা হইলো না
আমি আজাইরা ঘুরাফিরা করি কামকাইজ খুঁজি
আর রাইত হইলে তোমার বাড়ির সামনে গিয়া
দাঁড়ায়া থাকি দাঁড়ায়াই থাকি
আমারে মশা কামড়ায়
তুমি এইসব জানতেও পারো না
ক্যামনে জানবা কও তুমি থাকো আসমানে
আর আমি সিমেন্টের পাইপে
রাইত গভীর হইলে পাইপে ফিরা যাই
মশা কামড়ায়
শহরে চলে লোডশেডিং
চাইরোদিক আন্ধার
কিন্তু তোমার ঘরে আন্ধারের বালাই নাই
রোশনাই আর রোশনাই

লোডশেডিংয়ে জগৎ আন্ধার হইলে
তোমার শইল্লের ঘেরাণ পাই
তাই বইলা তুমি আমারে দ্যাশদ্রোহী ভাইবো না
ঘেরাণ না পাইলে কি প্রেমিক হওন যায়
নিদানকালে দ্যাশদ্রোহীরাই সবচেয়ে বড়ো দ্যাশপ্রেমিক

জরিনা
পাইপের ভিতর অর্ধেক চান্দের লাহান শুইয়া থাইকা মাঝে মাঝে মনে হয়-
আমারে তুমি খুন করসিলা ঠিকই
তয় আমি কিন্তু মরি নাই
কারণ লোডশেডিংয়ে জগৎ আন্ধার হইলে
তোমার শইল্লের ঘেরাণ পাই
তুমি আমারে দ্যাশদ্রোহী ভাবলেই
নিজেরে সবচেয়ে বেশি দ্যাশপ্রেমিক মনে হয়

সত্যি কইতাসি জরিনা, আমার লগে পাইপের ভিতর আধা বেলা শুইয়া থাকলে তুমি ঠিকই টের পাইতা নিদানকালে দ্যাশপ্রেমিকরাই সবচেয়ে বেশি দ্যাশদ্রোহী
সত্যি কইতাসি,জরিনা