প্রহারা

প্রহার

- সৌম্যজিৎ রায়

প্রহার

হারায় যখন সভ্যতার ভাষা,
প্রহারই তো একমাত্র ব্যাকরণ।
বোঝে না সে কোন মাত্রা,
হয় ব্যবহৃত...অনর্গল, অকারণ।

পরিণত বয়েসীর দ্বারা প্রহার,
কখনো অকথ্য, করে সব সীমা পার।
ক্ষমতার লোভে তার ব্যবহার,
জ্ঞানত অন্যায়, প্রায়শঃ বৈধ অত্যাচার।।