বিস্ফারিত শব্দহীন দ্রোহের আগুন
- আজাহার রাজা
বুকের ভেতর চাপা শতাব্দীর স্তব্ধতা,
রুদ্ধ কণ্ঠে জমেছে ক্ষুধার চিৎকার, নীরব আর্তনাদ,
প্রাণী পরিণত যন্ত্রে, অনুভূতি বিলুপ্ত অঙ্কের খাতায়,
শ্রমের বিনিময়ে লুট আত্মা, নিঃশ্বাসে জমাট বাঁধা ক্ষোভ
ধ্বংসস্তূপের নিচে অপেক্ষমাণ বিস্ফোরণ।
ক্ষোভ ক্ষণিক ঝড় নয় জমাট রক্তের আগুন,
অগ্নিস্রোতের স্ফুরণ ভাঙে শোষণের ইস্পাত শৃঙ্খল
দ্রোহের শ্লোগান জন্ম নেয় দগ্ধ অন্তরে,
সভ্যতার সোনালি মুখোশের অন্তরালে মরে অগণিত প্রাণ,
হাহাকার রূপ বিস্ফারিত শিখায় শব্দহীন—কাঁপে পৃথিবী ।
নিস্তব্ধ আগুনে ভস্ম অশ্রু আর নিঃশ্বাসে ভণ্ড ঐশ্বর্যের প্রাসাদ,
ক্ষুধা দারিদ্রের দমিত ক্রন্দন মিশে নদীর স্রোত,
মাটির গন্ধে জমে বিদ্রোহী প্রতিজ্ঞা অগ্নির মশাল,
বিস্ফারিত শব্দহীন দ্রোহ রক্তে রক্তে জাগরণ,
অশ্রু রূপান্তর বজ্রের শব্দে, ইতিহাস লিখে নতুন সংগ্রামে ।