আমি আজো কবিতা কে ভালোবাসি
- ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান
আমি আজো কবিতা কে ভালোবাসি
শোনো এই যে,
একাকীত্বে শহরে সকাল সন্ধ্যা ঘুরে বেড়াই আমি একা।
বিষন্নতার পৃথিবীতে একটু শান্তির খোঁজে আমি হাঁটি একলা।
কোলাহলের নগরীতে সঙ্গহীন ওড়াউড়ি আমার নির্জন পদচারণা।
তবুও অপেক্ষা..
পরিত্যক্ত নোংরা একটি দেয়ালে কাঁদ রেখে নির্জনে ভাবি আমার পাশে কবিতা,
ডানে বামে সামনে উপরে নিচে শুধু কবিতা আর কবিতা।
যখন হৃদয় জুড়ে বিষাদের ধূসর স্বপ্ন।
চারিদিকে বিষণ্ণতার গান,
তবুও তোমায় ভেবে কাটে যায় আমার দীর্ঘ সময়-মান।
কবিতা- কতো গুলো শব্দের রাশি মালা যার প্রতিটি বাক্যে লিপিবদ্ধ এক গভীর ভালোবাসার অনুপ্রেরণা।
কবিতা! তুমিই আমার সকল প্রাপ্তি,
তুমিই তো ভালোবেসে গড়ে ওঠা জীবনের প্রীতি।
তোমার মাঝে পেয়েছি মমতার স্নিগ্ধতা,
তুমিই আমার অপেক্ষার শেষ ঠিকানা।
কবিতা! ও কবিতা!
আমার কাব্যের প্রতিটি ছত্রে তোমারই প্রতিচ্ছবি,
আমি আজো কবিতা কে ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি।
একলা বসে থাকি আজও,নিথর এক প্রহরে তোমার প্রতীক্ষায়
অপেক্ষার প্রদীপ জ্বলে আজও রাতের গভীর নিস্তব্ধতায়,
কবিতা! ও কবিতা!
তুমি আসবে বলে আজও একাকী পথ চলা।
তোমায় দেখব বলে মানিকমিয়া এভিনিউ, ফার্মগেট আজোও বসে থাকা।
কবিতা! ও কবিতা। আমি আজো কবিতাকে ভালোবাসি।