আমাদের শেষ প্রশ্ন (Our Final Question)
- মোঃ আবু তালেব
রক্তমাখা আকাশ কি জানে তার অপরাধ?
নাকি সূর্যের আলোও হয়ে গেছে নির্লজ্জ সাক্ষী?
এই পৃথিবীর বুক, যেখানে বীজ ছিল শান্তির,
সেখানে কেন এখন শুধুই আগুনের স্মৃতি?
মানুষ কি মানুষকে ভুলে গেছে একেবারে?
নাকি লোভের ধোঁয়া ঢেকে দিয়েছে বিবেকের আকাশ?
কত শিশু, কত মা, কত স্বপ্নের শব,
তবু নীরব সীমানা, নীরব চিত্তের গান।
জীবনের মানে কি শুধুই ভাঙনের রথ?
নাকি মিলনের গল্পেও আছে কোনো পথ?
আমরা কি শুধু ধূলি, ভেসে বেড়ানো সময়ে?
নাকি ইতিহাস লিখব, আগামীর আলোয়?
-----------------------------------------------------
Does the bloodstained sky know its sin,
Or has the sun itself turned a shameless witness?
This earth, where seeds of peace were sown,
Why now bears only the ashes of fire?
Have we forgotten the essence of being human,
Or has greed's smoke blinded the conscience of the heavens?
How many children, how many mothers, how many dreams lie dead,
Yet the borders remain silent, and hearts sing songs of apathy.
Is life merely a chariot of ruin,
Or is there still a path to the tales of union?
Are we but dust adrift in time’s endless flow,
Or will we write history in the light of tomorrow?