ভাবো

 ভাবো

- মোঃ আবু তালেব

হে বন্ধু,
হেরে যাবার আগে ভাবোঃ
কত কোটি জন কে পিছনে ফেলে
পৃথিবীর মুখ তুমি দেখিয়াছ!

হে বন্ধু,
ভয় পাবার আগে ভাবোঃ
কত যুদ্ধ জয় করে শেষে
পৃথিবীতে তুমি আসিয়াছ!

হে বন্ধু,
পাপ করার আগে ভাবোঃ
কত কোটি সহোদরকে হত্যা করে
পৃথিবীর আলো তুমি দেখিয়াছ!

হে বন্ধু,
হতাশায় আত্মহত্যা করার আগে ভাবোঃ
কত পুরুষের মস্তকে মস্তকে ঘুরে
জননীর কোল তুমি ভরিয়াছ!