লোহিতের নীল বিষা

লোহিতের নীল বিষ

- মো: আবু তালেব

হয়ত আমার বাঁচার নেশায় আদিমত্ত্ব থাকে মিশে
বুঝবে আমার ভালবাসা, তোমার অমন সাধ্য কিসে?
জনম জনম ব্যর্থ তুমি, বুঝতে হৃদের রক্তক্ষরণ-
লোহিত হৃদয় নীলচে কেন? কোন ছলনার হাসির বিষে?