রাধা-কৃষ্ণ

রাধা-কৃষ্ণ

- মোঃ আবু তালেব

কৃষ্ণঃ আমি কৃষ্ণ তুমি রাধা
চল ভাঙি সকল বাঁধা
চল সখি বৃন্দাবনে যাই-
চল সখি মনের সুখে- প্রেম খেলা খেলাই।।

রাধাঃ তুমি কৃষ্ণ আমি রাধা
চল ভাঙি সকল বাঁধা
চল সখা বৃন্দাবনে যাই-
চল সখা মনের সুখে- প্রেম খেলা খেলাই।।

রাধাঃ বাঁজাও সখা বাঁশের বাঁশি মোহনীয় সুরে-
যেন থাকতে না পারি আর বসিয়া এই ঘরে!
পাগল হয়ে তোমার প্রেমে,
যাই ছুটে ঐ ব্রজধামে,
এই জীবনে আর কিছু না চাই।

কৃষ্ণঃ চল সখি মনের সুখে- প্রেম খেলা খেলাই।।

কৃষ্ণঃ নাচো সখি আজকে আবার রাধাপদাবলী-
ষোলশ মন ভেঙে শুধুই তোমার কথাই বলি!
ভূবনবাসী ভাবুক মনে-
কি যাদু ঐ রূপে-গুণে,
সবাই যেন তুমি হতে চায়!

রাধাঃ চল সখা মনের সুখে- প্রেম খেলা খেলাই।।