রবের ভালোবাসাা

রবের ভালোবাসা

- কবি মোঃ নিজাম গাজী

ইয়া মুহয়ী আমাকে জীবন দিয়েছো তুমি আবার মৃত্যুও দিবে তুমি ইয়া মুমিতু।
এই জীবনের মালিক আমি নই বরং এর খলিক তো তুমি।
ইয়া আল্লাহু আমার জীবন তোমার তরে কোরবান হোক-
দিল থেকে বলছি, তুমিতো আলিম,
সহনশীল হয়ে বলছি, তুমিতো হালিম।।

মৃত্যু যখন দিবে হৃদয়ে তোমার প্রতি, তোমার হাবিবের প্রতি অন্তহীন ভালোবাসার সহিত দিও,
ইয়া ওয়াদুদু তুমিতো আমার প্রাণের চেয়ে প্রিয়।
তোমায় ভালোবেসে আমি জান্নাত ছেড়ে দিয়েও চাইতে পারবো সালাম!
তোমাহীনা জান্নাত দিয়ে কি করিবো বলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম?

জান্নাতেরও আগে তোমাকে চাই ইয়া রহমান,
আমার প্রতি তোমার রহমত করিও বহমান।
ইয়া মালিকুল মুলক ক্ষমতা চাইনা, ক্ষমা চাই,
ইয়া রহিম আমি তোমার দয়া ও করুণা চাই।।

তোমায় ভালোবেসে যদি অন্ধ হয়ে যাই-
তবে বন্ধ ঘরে তোমার নিয়ামত দেখবো হাই।
তোমায় ভালোবেসে যদি বধির হয়ে যাই-
অধীর আগ্রহে তোমার কালেমা শুনবো কউইউ।
তোমায় ভালোবেসে যদি ঘ্রাণহীন হয়ে পরি ঘুম-
তবে প্রাণ দিয়ে সুবাস শুনবো ইয়া কইয়্যুম।
তোমায় ভালোবেসে যদি রুদ্ধ হয় মোর বাক-
তবে যুদ্ধ করে তোমায় ডাকবো ইয়া আল আহাদ।।