মৃত্যু

মৃত্যু

- আবির মেঘ

মৃত্যু মানে শুধু একজন মানুষের সমাপ্তি
মৃত্যু মানে একটি পৃথিবীর সমাপ্তি
মৃত্যু মানে একটি চোখের স্বপ্নের সমাপ্তি।

মৃত্যু মানে একটি মানুষের আকাঙ্খা সমাপ্তি
মৃত্যু মানে একটি গল্পের অশেষ অতৃপ্তি
মৃত্যু মানে অপূর্ণ মানব মনের কোন ব্যপ্তি।

মৃত্যু মানে জীবন মলাট থেকে ঘুঁচে যাওয়া
মৃত্যু মানে দূর আকাশে থাই পাওয়া তাঁরা
মৃত্যু মানে অচিরে নিভে যাওয়া জীবন কাব্য।

মৃত্যু মানে নিমিষে শুরু পর জগতের যাত্রী
মৃত্যু মানে অনন্তকাল অফুরন্ত দিন রাত্রি
মৃত্যু মানে মুছে যাওয়া এক ইতিহাস সাক্ষী।