মুকুরে তোমার রূপা

মুকুরে তোমার রূপ

- মো: আবু তালেব

আমার কাছে তুমি: অঙ্কের দুর্বোধ্য ধাঁধা,
যত করি সমাধান, তত হয় ভুল!
খালি চোখে তুমি সূর্যালোকের মতো সাদা,
জলেতে মুকুর ফেলি— দেখি সপ্তরঙে রাঙানো কপোল!