তোমার ভেতরের তুমিটাকে
আবার একদিন ফিরে পাব;
ভাবতে ভাবতেই কালের গভীরে
নিজেকেই হারালাম।
তুমিটাকে আর ফিরে পেলাম কই?
কোন কিছু কি
সত্যিই ফিরে পাওয়া যায়?
হয়ত ফিরে পেলেও,
রয়ে যায় কালের ক্ষত।
শুধু রাত শেষে সকালটাই
অবিকল ফিরে আসে
ঠিক তোমার হাসির মত অবিকল...