ভেঙে কেন যাও
- মোঃ ইমাদ মুসা
কে এলো এই ভাঙা বেড়ার ফাঁকে
কে জানে তার কি ছিলো সেই মনে,
চলে যাওয়ার পরে কি আর থাকে
এই আসা যাওয়ার ক্ষত; মাঝখানে!
যাবার সময় না ভাঙলেও হতো
এমন সহজ কারো কাঁচা মন,
এভাবে ঐ কচি বাঁশের ঘর
ভাঙে কারো এক কচি স্বপন।
যারা আসল মানুষ নিয়ে খেলে
তাদের মধ্যে প্রেম জাগেনা তবে,
রঙের ছলে অনেক কিছু করে
প্রশ্ন করো ভালোবাসছে কবে?