বিষণ্ন সন্ধ্যার গান
- আতাউল হাকিম আরিফ
বুকের ভেতর ক্রমশ জমতে থাকে
গভীরতম অন্ধকার,
এরইমধ্যে থুরথুরে এক প্যাঁচা
বিষণ্ন সন্ধ্যার গান গেয়ে যায়!
একের পর এক দৃশ্যপটগুলো
ক্রমস খোলাসা হচ্ছে
মুখচ্ছবিগুলো আরো বেশী উজ্জ্বল,
ওরা ফোকলা দাঁতে হাসে!
ওরা হয়তো জানেনা-
দৃশ্যপট বদলে কিভাবে ঘ্রাণ শুকতে হয়!
রক্ত উন্মাদনায়, পাপ কিংবা
অগ্নিজিহ্বায়...
কিভাবে রচিত হয় দেশভ্রান্তির খণ্ডকাব্য!
বারবনিতার বুকে লম্বা নিঃশ্বাস টেনে
বিপ্লব স্বার্থক হয়না!