বাউন্ডেলে জীবনা

বাউন্ডেলে জীবন

- মো: আবু তালেব

নিয়ম ত তোমাদেরই তোমরা যারা শৃঙ্খলিত-
আমি যে বাউন্ডেলে, নিয়ম ভাংগি নিয়মিত।
রোজ অফিস ভাল্লাগেনা, ভাল্লাগেনা সময় মানা-
তোমরা গন্তব্য জানো, আমার আখের কেউ জানেনা।

তোমরা চিনেছ পথ- কোনটা মন্দ কোনটা ভালো,
পথের মাঝে পথ হারিয়ে খুজছি চেনা পথের ধুলো!
তোমরা ভাবছ পাগল, আমি কিন্তু বাউন্ডেলে-
আমি তোমাদের চিনি, কই ভাজো যে কইয়ের তেলে!

নিয়মে বাঁচো তোমরা, আমি নিজের ছন্দে বাঁচি—
জগতের "সুখি মানুষ" তকমা নিয়ে দারুন আছি!!!