নিজ কাজ

নিজ কাজ

- মেহেরাব ইউসুফ

কাঁটার লটায় দুলে দুলে
যাচ্ছো কি ঝুলে ঝুলে?
সাবধান তোমায় করছি আমি
পরে কষ্ট পাবে তুমি।
নিজের কাজ নিজে করা শেখো
আমার কথাটা মনে রেখো।
অন্যের উপর ভর করে
যাবে তুমি দূরে পড়ে।
নিজের উপর নিজেই করো রাজ
নিজের কাজ নিজে করা শেখো আজ!