দালানের চূড়ায় নির্মিত ব্যকরণে

দালানের চূড়ায় নির্মিত ব্যকরণে

- আতাউল হাকিম আরিফ

বয়োবৃদ্ধ এক নারী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে
দু-মুঠো অন্ন না পেয়ে দায়ী করছে বিধাতাকে!
একটি শিশু ডাষ্টবিন থেকে থেকে কুড়িয়ে খাচ্ছে উচ্ছিষ্ট
সেই জানেই না কার কাছে জানাবে অভিযোগ!
অথচ আমরা ভেবেই নিয়েছি বৈষম্যে বিলোপিত হয়েছে
কীর্তিমান পালক পুরুষদের জয়মাল্য পড়িয়ে
দিব্বি উল্লাস করছি!

নির্বোধের ক্রোধ, ক্ষোভ কিংবা কন্ঠনালী
আদৌ কী পরাজিত করতে পেরেছে ভূস্বামী
নাকি শোচনীয় ভাবে আটকে গেছে?
নিরব চোখের দু' কোণে ঝরে পড়া অশ্রুজলে
আদৌ কী ফিরিয়ে আনতে পেরেছি উন্মুক্ত বাতাসের ঘ্রাণ? স্বপ্নের বালুচর?

বস্তুত আমরা খেলার পুতুল, দালানের চূড়ায় নির্মিত ব্যকরণে....
আমদের স্বপ্নগুলো হেরে যায় বারবার!
গলাবন্ধ মগর জীবন কিংবা হতে পারে একখন্ড কাঠ!