তারা এসেছে নিভূতে- এভাবেই এসোা

তারা এসেছে নিভূতে- এভাবেই এসো

- কমলেশ রায়

গত বসন্তে যারা ছিল। তাদের অনেকেই আজ হারিয়ে গেছে, সমুদ্রের গতিশীন জীবনের কাছে। পৌঁছে গেছে অন্য কোথাও, সীমানাদির ওপারে।

নতুন মুখগুলো সাথে আজ যখন দেখা হল।
স্বাভাবিকভাবেই কত কিছু জানা হলো ,দেখা হলো।
মাঝেমধ্যে হঠাৎ করে কোন কারন ছাড়াই হুডহাট করে ছুটে চলা, পথে দেখা হল।
হঠাৎ করেই আমার বারান্দায় চমকে দেওয়ার মতো তারা এসে হাজির হয় ,কখনো কখনো তৃব্র শীতের রাতে।

নতুন শহরে একাকিত্বের মায়াজালে, ডুবে থাকার মাঝখানে এসে হাজির হলো কিছু আপনভোলা বন্ধু।
সময় জুটল হাসি দুঃখে তামাশায়- লড়াইয়ের মঞ্চে কাউকে নিয়ে ভাবনায়।

ফিরে পাওয়া হাড়ানো সুরে বেচে উঠলো ধ্বনি।
সবাই কেবল অসুখী ছিলাম না, মাঝে মাঝে চলত উল্টো কথার ফুল ঝুড়ি।

এভাবে এসো তোমরা, না বলা কথায়। মিশে যেও প্রাণে হৃদয়ের দোলায়।

কমলেশ রায়‌
২৪-১১-২০২৫