তবে কেন আমি অপরাধী

তবে কেন আমি অপরাধী

- মোঃ আবু তালেব

ইচ্ছেতে তোমার গড়েছি সংসার,
তবে কেন আমি অপরাধী?
আপন হাতে প্রভু আমার
লিখেছ ললাট লেখা যদি!!

তোমার হাওয়া তোমার আদম,
তোমার শয়তান তোমার-ই গন্দম-
ভুল করে খেয়েছি যখন,
তোমার নিষেধ ছিলনা স্মরণ।
কী আর হবে? পাঠালে ভবে-
ঘুরে ঘুরে এখন আমি কাঁদি।।

আমার সৃষ্টির বহু আগে-
লিখেছ আমার ভাগ্যটাকে।
শুনেছি আবার করবে বিচার-
হাশরে তুমি হবে ক্বাহার।
পাপ পূণ্য হাতে তোমার-
তবু কেন আমি বিবাদী?!

জানি তুমি করুণাময়-
বিপদ দিনের শেষ আশ্রয়।
পাপীরে নাও বুকে টেনে-
তুমি বিনা আর কে দরদী?।।