২৬ পৌষ, ১৪৩১ (বৃহস্পতিবার)

জাগরণ

জাগরণ

- মোঃ আবু তালেব

গণমনে আজ জাগছে প্রশ্ন
সরিয়ে রেখে সকল ভয়-
কত বুকের রক্ত দিলে
স্বৈরাচারের পতন হয়?

কত মায়ের বুক খালিতে
হয় দানবের অনুতাপ?
কত আকাশ পড়লে ভেঙে
নিষ্ঠুরের হয় মহাপাপ?

অনেক সময় গত হলো
শেষ হয়েছে মাগরিব-এশা:
অত্যাচার আর জুলুমকারীর
মিটবে কখন রক্তনেশা?

আফিম মায়ায় ঘুমিয়ে থাকা
ভেঙেছে আজ ঘুম জনতার-
ওই ফজরের আজান শুনি,
অপেক্ষা লাল সূর্য ওঠার!