পৃথিবীটা সুন্দর বাঁচতে বড় ইচ্ছে হয়
পৃথিবীটা সুন্দর বলতে তোমায় ইচ্ছে হয়
তোমার আমার জীবনও একদিন ছিল সুন্দর
কল্পনাতে সব সুন্দরগুলো স্হান পায়।
ভুল তোমারও নয় ভুল আমারও নয়
স্বপ্নগুলো কেন ভেঙে যায়
গল্পগুলো কেন এক নিমিষে
দুঃস্বপ্নের কাব্যে থাই পায়।
কষ্ট হয় বড় ভাবতে যখন বাঁচতে ইচ্ছে হয়
কোন একজন তোমাকে নিয়ে
রঙ মাখতে বড় মনে স্বাদ হয়
কিন্তু কি জানো কষ্টগুলো সত্যি হয়।
বাঁচার বড় ইচ্ছে জাগে দুঃস্বপ্নের দোসররা
এই জীবনটাকে ছারখাের করে দেয়
তবু বিধাতা তাদের ভাগ্যেকে সৌন্দর্যে সাজায়
কেন আমাদের সাথে শুধু এমনটাই হয়।