একজন নুর হোসেন

একজন নুর হোসেন

- আতাউল হাকিম আরিফ

বুকভেদ করে একটি গুলি বেরিয়ে গেলো
রক্তজলে ভিজে গেলো কংক্রিট রাজপথ
ব্যাথায় বিদীর্ণ হয়ে উঠে মাতৃহৃদয়!
সমুদ্রের ঢেউ তরঙ্গায়িত হতে থাকে,
পাখিরা উড়ে উড়ে বার্তা দিয়ে যায়।
শ্বেতশুভ্র চাঁদখানা চিৎ শুয়ে থাকে রক্তের বিছানায়,
ঠোঁট থেকে উঠে আসে বিবর্ণ গোলাপ!
ততক্ষণে ক্ষুরধার শ্লোগান-
খুঁজে পাই জ্যোতির্ময় সত্ত্বা- একজন নুর হোসেন!
বিপ্লাবন সুর সঙ্গীতে জেগে উঠে বাংলার জমিন
গণতন্ত্র মুক্তি পাক,স্বৈরাচার নিপাত যাক!

অন্যত্র মৃত্যুকে উল্লাসে ভোগ করে স্বৈরাচারের মাতালগণ
ওদের মুখে অদ্যাবধি হিসি করে কুকুর,বিড়াল।