উদাস মনা

উদাস মন

- উষসী

কেন এমন হয় !!
হুটহাট মনটা খারাপ হয়
মনের মধ্যে কেন হঠাৎ
ব্যথার হওয়া বয়।।

হাসতে হাসতে হঠাৎ কেন
হয়ে পড়ি আনমনা
আমার কেনো এমনটা হয়
নিজের কাছেই অজানা।।

সারাটাদিন আপনমনে
জীবন নিয়ে ভাবি
মনে মনে শব্দ সাজাই
হয়ে উঠি কবি।।

মনটা কেন হঠাৎ হঠাৎ গুমরে কেঁদে মরে
কিসের জন্য মনটা এমন হাহাকার করে।।

সারাদিনের ভাবনায়
ভাবনারা ক্লান্ত
কিসের তরে এত ভাবনা
এই মন যদি তা জানতো।।