আর একটিও অনাকাঙ্ক্ষিত মৃত্যু নয়

আর একটিও অনাকাঙ্ক্ষিত মৃত্যু নয়

- আতাউল হাকিম আরিফ

আর একটিও অনাকাঙ্ক্ষিত মৃত্যু নয়,
পাথরে বুক ভেঙে যাক
স্টেশনের প্লাটফর্মে জমতে থাকুক দুঃখগুলো
প্রেম হাঁটুক সরীসৃপ হয়ে কিংবা বৃষ্টিতে ভিজুক প্রজন্ম....
তবুও আর একটিও অনাকাঙ্ক্ষিত মৃত্যু নয়.....
যে মৃত্যু মায়ের চোখের জল মুছে দেয়না,
বাবার নিস্পৃহ চেতনায় জাগায় না ঢেউ...
তবে কেন সেই মৃত্যু?

চিলের মতো অস্পষ্ট চোখ নিয়ে প্রজন্ম কতদূর যাবে?
ভাঁড়ামি শ্মশানে জ্বলবে কী সবুজ বাতি?
পরিত্যক্ত মাঠে রক্ত ঝরিয়ে দ্রোহের ভাষা কতটুকু কার্যকর জানিনা....
মৃত্যু- সেখানে বড়জোর একটি ছবি কিংবা সাংকেতিক চিহ্ন হতে পারে!!
প্রজন্ম- বুকের মধ্যে চাষ করুন বেঁচে থাকার সবুজ চুম্বন!
কেননা, মৃত্যুগুলো চোখ মেলে তাকাবেনা....
অন্তত; এদেশে মৃত্যুর উপর দাঁড়াবেনা আর কোনো মনুমেন্ট!