আরেক বসন্ত
- আতাউল হাকিম আরিফ
মৃত্তিকা, তোর বুকে আজ স্পষ্টত দেখতে পাই
মেঘবৃষ্টি,
ভেজাবে পোড়াকাঠ, সম্মুখে দাঁড়িয়ে থাকা-
দেবদারু, শুঁড়ি পথ!
কিছুটা চোখ মেখে তাকাবে অচল জানালা,
পায়ের ছাপ রেখে হাঁটবে শতাব্দী পুরোনু প্রাসাদ,
মুছে যাবে দেহের ঘাম, ক্রোধ, নষ্ট বাতাসের গন্ধঘ্রাণ!
দৃশ্যত জলের তোড়ে ভেসে যাবে- নিদারুণ শুষ্কতা
মৃত্তিকা, তুই আজ ভীষণ সতেজ, নির্মল নিষ্পাপ!
তোর- সতেজ ছোঁয়ায় আমিও ভিজতে চাই
অনির্দিষ্ট আদিম নেশায় অবিরত জেগে উঠুক
আমার বিষণ্ন আঙিনা, নিভে যাক বিষাদের নীল শিখা!
তোকে- আজ পড়িয়ে দেবো নীল শাড়ি, নীল টিপ
গোলাপি ঠোঁটে এঁকে দেবো অজস্র চুম্বন!
তোর আলোকজ্বলা মুখ থেকে আলো ছড়িয়ে-
জেগে উঠুক আরেক বসন্ত।