আমিই বাংলাদেশ

আমিই বাংলাদেশ

- মোঃ আবু তালেব

আমি ছাত্র, আমি কিশোর, আমি তরুণ—
আমার ভাইয়ের রক্তে এ মাটি ভিজেছে সত্য—
হৃদয়ে আমার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে বটে—
কিন্তু আমি কাতর নই,
আমি ভীত নই, নিথর নই,
এমনকি অমানুষও নই।

যখন বিছানায় যাই খুনগুলো আমাকে ঘুমাতে দেয় না।
নিদ্রা এলে চোখে ভেসে উঠে খুন হবার আগের দৃশ্যগুলো,
লাশের ছবি।
আমি অস্থির হয়ে যাই,
লাশ হবার জন্য অস্তির হয়ে যাই।

এখানে,
আমি আমার অধিকার চাইতে এসেছি।
আমি বৈষম্যের অবসান করতে এসেছি।
অত্যাচার আর জুলুমের অবসান করতে এসেছি।
আমার ভাইয়ের খুনের বিচার চাইতে এসেছি,
যেনতেন নয় - ন্যায়বিচার।

আমি দিন-রাতের পার্থক্য বুঝতে শিখেছি,
আমি ভালো-মন্দের পার্থক্য বুঝতে শিখেছি,
আমি সত্য-মিথ্যা যাচাই করতে শিখেছি,
কেউ আমাকে ঠকালে তার কালো হাত ভেঙে দিতে শিখেছি।

আমি ছাত্র, আমি কিশোর, আমি তরুণ—
আমি শান্ত, চুপচাপ থাকি বটে,
কিন্তু কেউ যখন সীমালঙ্গন করে - আমি জাগি।
একবার নয় বারবার।
আমাকে চরম নির্যাতন করা হয় - আমি দমে যাই না।
আমাকে খুন করা হয় - নতুন করে জন্মাই।

আমি এ যুগের:
কেউ আমাকে ভূগোল বুঝাতে চাইলে—
আমি তাকে রকেট সাইন্স শিখিয়ে ছাড়বো!

আমি ছাত্র, আমি কিশোর, আমি তরুণ—
আমিই বাংলাদেশ।
আমরা ছাত্র, আমরা কিশোর, আমরা তরুণ—
আমরাই বাংলাদেশ।

আমি স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি, স্বপ্ন রচনা করি—
আমার স্বপ্নে সোনার বাংলা, শান্তি আর প্রগতি।
আমার হৃদয়ে বাজে স্বাধীনতার গান—
আমি কণ্ঠে ধরি দ্রোহের সুর।

আমার মাটি, আমার জল, আমার বাতাস—
এসব নিয়ে আমি স্বপ্ন দেখি নবজাগরণের।
আমি ন্যায়ের পথে অবিচল,
আমি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অকুতোভয়।

আমার রক্তে জ্বলে স্বাধীনতার আগুন—
আমার চোখে অমিত সম্ভাবনার আলো।
আমি আলোর মশাল—
আমি আগামীর প্রেরণা।

আমি ভবিষ্যৎ, আমি জাতির মেরুদণ্ড—
আমার সত্তায় বাংলাদেশের প্রতিচ্ছবি।
আমি স্বপ্ন দেখি, আমি লড়ি—
আমার স্বপ্ন সার্থক করার জন্য।

আমার মনে রয়েছে অগাধ সাহস—
আমার কাজে রয়েছে কঠিন প্রতিজ্ঞা।
আমি কখনও পিছু হটি না—
আমার দৃঢ়তা অপরিসীম।

আমি ছাত্র, আমি কিশোর, আমি তরুণ—
আমিই বাংলাদেশ।
আমরা ছাত্র, আমরা কিশোর, আমরা তরুণ—
আমরাই বাংলাদেশ।