আমার রক্তে উন্মাদনা
- আতাউল হাকিম আরিফ
নক্ষত্র রাতের গভীরে কেউ একজন সামনে এসে দাঁড়ায়
প্রজাপতির কোমল স্পর্শের মতো স্নিগ্ধ এবং শব্দহীন
তাঁহার দর্পহীন নীল চোখ এবং আমার সম্মুখে
ভেসে আসছে একখানা হলুদ উড়না!
যেটি নিতান্তই সস্তায় লালদিঘির ফুটপাত থেকে কিনে এনে
মৃত্তিকার বুকে জড়িয়েছিলাম বিনিময়ে জুটিছিলো সতেজ চুম্বন!
প্রেমিকার শরীর থেকে বেজে উঠেছিলো সহস্র নিঃশ্বাসের ধ্বনি!
আজো জোৎস্নার গায়ে লেগেছে অজস্র রঙের ছোঁয়া
প্রতিটি রঙ যেনো মৃত্তিকার বুকের আলোড়ন, ভীষণ নরোম!
বিপরীতে আমার রক্তে উন্মাদনা, চৌকাঠে আগুন লেগেছে।