আঙ্গুর রস

আঙ্গুর রস

- মোঃ আবু তালেব

ওরা দুঃখ ভুলতে একলা থাকে কিংবা পিয়ে মদালস;
আমি আসি তোমার কাছে, তুমিই আমার আঙ্গুর রস।
বলছে সবাই- তুমি নাকি 'দুনিয়া-দোযখ' ভিসুভিয়াস-
আমি বলি, 'পাওনি ত কভু এমন অনলের পরশ'!