অবাক প্রেম
- কবি মোঃ নিজাম গাজী
হলোনা দেখা, হলোনা কথা,
পেলাম না সুখ, পেলাম না ব্যাথা।
হলোনা চুপি চুপি রিকশায় ঘোরা,
হলোনা দর্শন তোমারই চেহারা।।
হলোনা তোমার কোমল হাত দুটি ধরা,
ছিলনা আবেগ, ছিলনা ছড়া।
পাবো কী পাবোনা,
এ নিয়ে ছিলনা কোনো ভাবনা।
মৌয়াল না হয়ে সংগ্রহ করলাম ঢের মৌ,
কাজী হল রাজি, এখন তুমি আমার প্রিয়তমা বউ।।
তোমার আমার ভালবাসা চিরকালের বাধানো এক ফ্রেম,
তুমি আমার জীবন মরন, তুমি আমার অবাক প্রেম।।